Wednesday, February 12, 2014

এক ক্লিকেই temp, %temp%, recent, prefetch ক্লিয়ার করুন



আমরা কম্পিউটারের temp, %temp%, recent, prefetch রান কম্পান্ডে গিয়ে আলাদা আলাদা ভাবে কমান্ড টাইপ করে temp, %temp%, recent, prefetch ক্লিন করি। এতে অনেক সময় লাগে। এ সমস্যা সমাধান করতে পারি মাত্র 24 কেবির একটি সফওয়্যার দিয়ে। এই সফওয়্যার টি অনেক সময় বাঁচিয়ে দিবে এবং temp, %temp%, recent, prefetch ক্লিন করে দিবে নিমিষেই। নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন উক্ত সফওয়্যারটি।

ডাউন লোড  করুন এখান থেকে।

No comments:

Post a Comment