Thursday, February 13, 2014

স্তনে দুধ বৃদ্ধি করার ওষুধ



মায়ের স্তনে দুধের তুলনা নেই। একটি শিশুর প্রথম খাবার মায়ের স্তনের দুধ। আর এই দুধ যদি শিশু সঠিক ভাবে না পায় তাহলে অনেক শিশু মারাত্মক পুষ্টির অভাবের শিকার হয়। আজ আপনাদের স্তনে দুধ বৃদ্দি করার কিছু টিপস্ দিব আশা করি তা কাজে লাগবে।

স্তনে দুধ বৃদ্ধি করার ঔষুধঃ কাঁচা সবুজ তেলাকচু ফলের রস একটু গরম করে ছেকে 1 চা চামচ রস 4/5 ফোঁটা মধু মিশিয়ে সকাল-বিকাল দু’বার সেবন করলে 4/5 দিনের মধ্যে স্তনে দুধ আসবে। 3/4 চা-চামচ কলমীশাকের রস একটু ঘিয়ে সাতঁলে সকার বিকাল দু’বার খাবেন। এতে অবশ্যই দুধ বাড়বে।

5 গ্রাম পরিমাণ এরন্ডের কচি পাতা, আধা পোয়া দুধ আর আধাসের পানি একসঙ্গে সেদ্ধ করে এক পোয়া হলে নামিয়ে ছেঁকে সেবন করলে স্তনে দুধ বৃদ্ধি পাবে। রোজ একটি করে রেড়ির পাতা গরুকে খাওয়ালে গরুরও দুধ বৃদ্ধি পায়।

No comments:

Post a Comment