Thursday, February 13, 2014

ব্রণ সমস্যা সমাধান করুন গাছ দিয়ে



ব্রণ মুখের সৌন্দয্য নষ্ট করে। আমার অনেকেই ব্রণ থেকে মুক্তি লাভের জন্য অনেক টাকা খরচ করে বিদেশী ঔষুধ ব্যবহার করি। এতে অনেক সময় ভালো হয় আবার নাও হয়। আজ থেকে প্রায় 50 বছর পূর্বে বেশী ভাগ লোকই গাছের রস, গাছের শিকড় দিয়ে চিকিৎসা করত। তখনকার দিনে এত বেশী রাসায়নিক ঔষুধ ছিল না। তখন এই হারবাল চিকিৎসা দিয়ে বেশী ভাগ মানুষ সুস্থ্য হয়েছে।

ব্রণ বিনষ্ট করার জন্য অর্জুন গাছে ছালের মিহি গুঁড়া করে মধু মিলাইয়া মুখ মন্ডলের ব্রণে কয়েকদিন মাত্র ব্যবহার করিলেই ম্যাজিকের মত সমস্ত ব্রণ মিশিয়া যায়। এতে মুখের উজ্জলতা বৃদ্ধি করে। এতে ত্বকের কোন ক্ষতি হয় না। এতে খরচ ও কম।

ব্রণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন

No comments:

Post a Comment