Friday, February 14, 2014

স্তনের ঠুনকো রোগের চিকিৎসা

স্তনের ঠুনকো ও ফোড়ার পিঁয়াজের রস গরম করে লাগালে সুফল পাওয়া যায়। স্তনের ঠুনকো ঘন করে রক্ত চন্দনম ঘষা দিনে ও রাতে 3/4 বার লাগাতে হবে। এতে স্তনের ফোড়া ও সারে।

যতোদূর সম্ভব দুধ গেলে ফেলে এরন্ড পাতা আগুনে একটু গরম করে ঐ পাতা চাপা দিয়ে বেধে রাখলে ফোলা ও ব্যাথা দুই কমে যায়। আর 7/8 গ্রাম পাতা এক পোয়া পরিমাণ পানিতে সেদ্ধ কর তিন ছটাক হলে নামিয়ে ছেঁকে খেতে হবে।

স্তনের ঠুনকোতে কলমীশাক পিষে অল্প গরম করে স্তনে লাগান এবং ঐ শাকের রস দিয়ে ধুয়ে নিন, এতে বসা দুধ পাতলা হয়ে বের হতে সুবিধা হবে এবং জ্বালা- যন্ত্রনাও কমে যাবে।

No comments:

Post a Comment