সূতিকা রোগ একটি মারাত্মক রোগ। সূতিকা রোগ এর অনেক চিকিৎসা রয়েছে। আমরা সকলেই হারবাল ওষুধের গুনাবলী সম্পর্কে জানি। আজ সূতিকা রোগের কিছু পরামর্শ দিব আশা করি কাজে লাগবে।
সূতিকা রোগের ওষুধঃ বড় শামুকের (গুগলী) মধ্যে কুসুমের ন্যায় হলুদ রং- এর একখন্ড পদার্থ থাকে। এটি এক টুকরা পাকা সবরী কলার মধ্যে ভরে বাসি বিছানায় অর্থাৎ শয্যা ত্যাগের পূর্বে শয্যায় থেকে অন্য লোক দ্বারা খাইয়ে দেবেন। যিনি খাওয়াবেন তিনি আর ঐ দিন রাতের মধ্যে রোগৗর সঙ্গে দেখা করবেন না বা রোগীকে ওষুধ খাওয়াবেন না। এ ওষুধ একদিন একবার মাত্র খাওয়ালে সূতিকাজনিত জ্বর, মাথা ঘোরা, পেটের অসুখ প্রভৃতি যাবতীয় উপসর্গ অবশ্যই দুর হবে।
কত টুকু সত্য
ReplyDelete