বকুল ফুল একটি ঐতিহ্যবাহী প্রাচীন ফুল। বকুল গাছ বহুল পরিচিত। সাধারণত গ্রীষ্ককাল থেকে শুরু করে শরৎকাল পর্যন্ত এ গাছে ফুল ফোটে। দেখতে অনেক সুন্দর। বকুল গাছের ফলের গন্ধ খুবই সুন্দর। বকুল গাছের মূলের ছাল, কাঁচা ও পাকা ফল, ফুল এবং বীজ ওষুধে ব্যবহার করা হয়। বকুল ফুল এর পরিচিতি সম্পর্কে জানতে আরো ক্লিক করুন।
নিচে বকুল ফুল দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার কথা উল্লেখ করা হল।
পুরাতন আমাশয়ে : আমাশয় পুরাতন হয়ে গেছে, কিছুতেই সারতে চাইছে না। এ অবস্থায় প্রত্যেকদিন 5-6টি করে পাকা বকুল ফলের শাস খাবেন। আমাশয় সেরে যাবে।
শুক্রতারল্যে : অপুষ্টিজনিত কারণে শুক্রতারল্য দেখা দিলে, পাকা বকুল ফলের সিরাপ প্রতিদিন দুপুরে আহারের পর ১ চা-চামচ নিয়ে ঠান্ডা পানি মিশিয়ে 2 থেকে 3 সাপ্তাহ খাবেন। যথেষ্ট উপকার পাবেন ইনশাআল্লাহ।
দাঁত পড়ায় : কাঁচা বকুলের ফল প্রতিদিন 2-3 করে চিবিয়েখেলে কিছুদিনের মধ্যেই দাঁতের গোড়া শক্ত হয় ও দাঁত নড়া ও দাঁত পড়া বন্ধ হয়।
মাথা যন্ত্রণা হলে : শুকনা বকুল ফূল চুর্ণ করে, তাকে আটভাগ করে সে আটভাগের একভাগ ফিটকিরি চুর্ণ মিশিয়ে শিশিতে ভরে রাখুন। মাথার যন্ত্রণা হলে মাঝে মাঝে এর নস্যি নিবেন। মাথা ধরা ও মাথার যন্ত্রণা কমবে।
আশা করি উপরে কথা গুলো অনুসরণ করলে আপনাদের কাজে লাগবে বলে আমি আশাবাদী।
বকুল দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা :
নিচে বকুল ফুল দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার কথা উল্লেখ করা হল।
পুরাতন আমাশয়ে : আমাশয় পুরাতন হয়ে গেছে, কিছুতেই সারতে চাইছে না। এ অবস্থায় প্রত্যেকদিন 5-6টি করে পাকা বকুল ফলের শাস খাবেন। আমাশয় সেরে যাবে।
শুক্রতারল্যে : অপুষ্টিজনিত কারণে শুক্রতারল্য দেখা দিলে, পাকা বকুল ফলের সিরাপ প্রতিদিন দুপুরে আহারের পর ১ চা-চামচ নিয়ে ঠান্ডা পানি মিশিয়ে 2 থেকে 3 সাপ্তাহ খাবেন। যথেষ্ট উপকার পাবেন ইনশাআল্লাহ।
দাঁত পড়ায় : কাঁচা বকুলের ফল প্রতিদিন 2-3 করে চিবিয়েখেলে কিছুদিনের মধ্যেই দাঁতের গোড়া শক্ত হয় ও দাঁত নড়া ও দাঁত পড়া বন্ধ হয়।
মাথা যন্ত্রণা হলে : শুকনা বকুল ফূল চুর্ণ করে, তাকে আটভাগ করে সে আটভাগের একভাগ ফিটকিরি চুর্ণ মিশিয়ে শিশিতে ভরে রাখুন। মাথার যন্ত্রণা হলে মাঝে মাঝে এর নস্যি নিবেন। মাথা ধরা ও মাথার যন্ত্রণা কমবে।
আশা করি উপরে কথা গুলো অনুসরণ করলে আপনাদের কাজে লাগবে বলে আমি আশাবাদী।
No comments:
Post a Comment