Wednesday, April 2, 2014

রসুন এর গুনাবলী

রসুন সম্পকে কে না জানে। আর রসুনের গুনাবলীর কথা বলে শেষ করা যায় না। রসুন এমন একটি উপাদান যা দ্বারা সব রোগের চিকিৎসা করা যায়। এটি আল্লাহর বিশেষ নিয়ামত। অস্থিচ্যুতি অথ্যাৎ হাড় ভেঙ্গে গেল, হাড় সরে গেলে বিভিন্ন চক্ষুরোগে, ক্রিমি রোগে, চোখের বিভিন্ন রোগে ও রাতকানায়, বিভিন্ন প্রকার চর্মরোগে, বীর্য সম্বন্ধীয় রোগে, কুষ্ট রোগে, পালা জ্বরে, শ্বাস-শ্বাসজাতীয় রোগে, মুত্র সংক্রান্ত রোগে রসুন খুবেই উপকারী । রসুনের প্রকার ভেদ, বংশ এবং পরিচয় জানতে ক্লিক করুন।

রসুন

বিভিন্ন রোগের চিকিৎসায় রসুন এর ব্যবহার :


নিচে বিভিন্ন রোগের চিকিৎসায় রসুন এর ব্যবহার

 বাতের বেদনায় : যে সকল বাত রোগ মাংসাশ্রিত, সেসব বাতগ্রস্থ রোগীকে রসুন 2 কোয়া বেটে গাওয়া ঘিয়ের সাথে খেতে দিন। ব্যথা- বেদন থাকবে না।

হাপানীতে : হাপানীর জন্য শ্বাস-প্রশ্বাস নিতে খুব কষ্ট হয়, দম যেন বদ্ধ হয়ে আসার উপক্রম হয়। সে লোক কে পাচ থেকে সাত টি রসুনের রস এককাপ ঠান্ডা দুধের সাথে মিশিয়ে খেতে দিন। কষ্টটা থাকবে না।

 পুরাতন জ্বরে : এ সব জ্বর বেশি বাড়ে না। ঘুসঘুসে জ্বর হয়, জ্বর কমে গেলেও পুরোপুরি ছেড়ে যায় না। এ সব অবস্থা দেখা দিলে 1 চা-চামচ গাওয়া গিয়ে নিয়ে তাতে পাচ থেকে সাত ফোটা রসুনের রস মিশিয়ে কয়েকদিন খেতে দিন। জ্বর একবারে ছেড়ে যাবে আর আসবে না ইনশাআল্লাহ।

শরীর ক্ষয়প্রাপ্ত হতে থাকলে : খাবার অসুবিধা নেই, ঠিকমত খাওয়া ও বিশ্রাম করা সত্তেও গায়ে মাংস লাগছে না, ওজন কমে যাচ্ছে। এ অবস্থায় রসুন ২ কোয়া বেটে একপোয়া দুধের সাথে মিশিয়ে নিন,  দুধ গরম হবে। এবার রসুন বাটা মিশানো দুধ খান। কিছুদিনের মধ্যেই উপকার পাবেন।

যৌবন স্থায়ী রাখতে : পুরুষ বা নারী যদি যৌবন স্থায়ী রাখতে চান, তাহলে এক চামচ থেকে দু’চামচ আমলীর (কাচা রস নিয়ে) , তার সাথে এক কোয়া বা দু’কোয়া রসুন-বাটা মিশিয়ে খাবেন. যৌবন দীর্ঘস্থায়ী হবে। যৌবন আরম্ভ হওয়া থেকে পারলে খুবই সুফল পাবেন।

 মাথা ধরায় : অনেক সময় সর্দি না হলেও বায়ু প্রকুপিত হয়ে অনেক সময় মাথা ধরে, এ অবস্থায়গ কয়েকদিন ২ ফোটা করে রসুনের নস্য নিন। মাথা ধরায় উপকার পাবেন।

 শুক্রতারল্যে : অনেক কারণেই শুক্রতারল্য দেখা দিতে পারে। এ সমস্যা দেখা দিলে, সামান্য গরম দুধের সাথে ১ কোয়া বা ২ কোয়া রসুন বাটা মিশিয়ে খাবেন। তার ফলে অস্থিতে শক্তি সঞ্চর হবে। শরীরের ক্ষয় বন্ধ হবে ও শুক্রতারল্য থাকবে না।

বিভিন্ন জাতের রসুনের ছবি দেখতে ক্লিক করুন।

1 comment:

  1. Casinos Near Me - K-Pop Casino
    While there are casino plenty of casinos accepting players from Indonesia, 바카라 전략 the best casinos in 카드 카운팅 the South East are 바카라 양방 in Jakarta and Sinjar, with some really 구글 룰렛

    ReplyDelete